ক্লান্ত হয়ে বাথরুমে গিয়ে দেখি সেখানে ক্রিকেটার ও বলিউড স্টারদের স্ত্রীয়েরা মাদক নিচ্ছেন, চাঞ্চল্যকর দাবি শার্লিন চোপড়ার

Mysepik Webdesk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে আচমকাই বলিউডের মাদক যোগ সামনে এসেছে। একের পর এক অভিনেতা অভিনেত্রীদের মাদক সেবন এবং সরবরাহের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। মডেল অভিনেত্রীর দাবি, শুধু বলিউড নয়, ক্রিকেট ম্যাচেও সমানতালে চলছে মাদকের ব্যবহার। ম্যাচের পর ক্রিকেটার আর বলিউড স্টারদের স্ত্রীয়েরাও বাথরুমে বসে মাদক নেন।
আরও পড়ুন: সুশান্তকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ট্যালেন্ট ম্যানেজার জয়া, জানুন বিস্তারিত
একটি সর্বভারতীয় লেকট্রনিক মিডিয়া চ্যানেলকে মাদককান্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “কেকেআর-এর ম্যাচ দেখার পর আফটার ম্যাচ পার্টিতে আমি গিয়েছিলাম। সেখানে ক্রিকেটাররা তো বটেই বলিউডের অনেক বড়বড় তারকারাও উপস্থিত ছিলেন ৷ আমি নাচতে নাচতে ক্লান্ড হয়ে যাওয়াতে একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গিয়েছিলাম। সেখানে গিয়েই আমি রীতিমতো চমকে যাই। আমি সেখানে দেখি, ক্রিকেটার ও বলিউড তারকাদের স্ত্রীয়েরা সেখানে বসে কোকেন নিচ্ছিলেন।” যদিও এক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেননি, কোন সিজিনের কোন ম্যাচের শেষে তিনি এই ঘটনার সাক্ষী হয়েছিলেন।