বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যাব না: ট্রাম্প

Mysepik Webdesk: একেই বলে, নিয়ম একদিকে ও ডোনাল্ড ট্রাম্প আরও এক দিকে। শুক্রবার রাতে আবারও বোঝা গেল এই কথার সারমর্ম। টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট বলে দেন যে, ২০ জানুয়ারির জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। উল্লেখ্য যে, এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মোট চারজন প্রেসিডেন্ট প্রথাগত আনুষ্ঠানিকতার ধার ধরলেন না।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য শুরু করতে চেয়ে সরকারের কাছে আবেদন রাখাইনের স্থানীয় ব্যবসায়ীদের

১৮৬৯ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন ইউলিসিস গ্রান্ট। তাঁর যেদিন প্রেসিডেন্ট পদে অভিষেক হবে, সেদিন একই গাড়িতে যেতে অরাজি হয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। এ-তথ্য বিবিসির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। যাই হোক ট্রাম্পের কথায়, “যাঁরা জানতে চাইছেন আমি বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকব কিনা, তাঁদের জন্য স্পষ্টভাবে বলতে চাই এই অনুষ্ঠানে আমি যাব না।”