Mysepik Webdesk: মৃত্যুর আগে যদি কোনও ব্যক্তি তাঁর সম্পত্তি কাউকে উইল করে না যান, তাহলে তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হবেন কন্যা সন্তান। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছে, কোনও ব্যক্তি যদি মৃত্যুর আগে তাঁর সম্পত্তি কাউকে উইল করে না যান, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁর কন্যা।
আরও পড়ুন: ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিশাল মূর্তি
প্রসঙ্গত, কয়েকদিন আগে মাদ্রাজ হাইকোর্ট এই বিষয়ে একটি রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে মামলাটি উঠলে সেই মামলার শুনানিতে শুক্রবার এ কথা জানান বিচারপতিরা। বিচারপতিরা আরও জানান, মৃতের অন্য আত্মীয়দের তুলনায় কন্যা সন্তান অগ্রাধিকার পাবেন। তবে, কোনও হিন্দু মহিলা যদি উইল না করে মারা যান, তাহলে তাঁর বাপের বাড়ির তরফ থেকে পাওয়া সম্পত্তি পাবেন তাঁর সন্তানরা। আর শ্বশুরবাড়ির তরফে পাওয়া সম্পত্তির ভাগ পাবেন তাঁর স্বামীর উত্তরসূরীরা।