অসমে অতিরিক্ত কম তাপমাত্রায় সংরক্ষণের ফলে নষ্ট বহু ভ্যাকসিন

Mysepik Webdesk: কথায় বলে না ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’। ঠিক এই রকমই ঘটনা ঘটেছে অসমে। অতিরিক্ত সুরক্ষা দিতে গিয়ে শেষে নষ্ট হয়ে গেল কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের প্রায় এক হাজার ডোজ। জানা গিয়েছে, নির্ধারিত তাপমাত্রা থেকেও কম তাপমাত্রায় সেগুলিকে সংরক্ষণ করা হয়েছিল। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। কেন্দ্র বার বার জানিয়েছে, কোনওভাবে একটিও ভ্যাকসিনের ডোজ নষ্ট করা চলবে না, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, যান্ত্রিক ত্রুটির জেরেই সেগুলি নষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশ-ওমান-মঙ্গোলিয়া-সহ ২১টি দেশে পৌঁছবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন

মঙ্গলবার হাসপাতালের স্টোরেজ ইউনিটে এরকমই ১০০০ ভায়াল কোভিশিল্ডের হদিস পাওয়া যায়, যেগুলি হিমাঙ্কের চেয়েও কম তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। যেখানে ভ্যাকসিনগুলিকে সাধারণত ২-৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করার কথা, সেখানে সেগুলিকে রাখা হয়েছিল প্রায় হিমাঙ্কের নিচে। ফলে ওই ভাসাসিনগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, আইস লাইনড রেফ্রিজেরেটারে যান্ত্রিক ত্রুটির কারণেই তাপমাত্রা ২ ডিগ্রির নিচে নেমে যায়।