Mysepik Webdesk: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের যক্ষ্মা হাসপাতালে পাশে নেতাজী কলোনি বস্তিটি প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে। এবার সেই বস্তিবাসীদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার নিজেই উচ্ছেদ পরিদর্শনে গেলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক-জয়েন্টের পরীক্ষা নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত বোর্ডের
এদিন অধীর রঞ্জন চৌধুরী বস্তি উচ্ছেদ পরিদর্শন করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। বস্তিবাসীরা তাদের দুঃসময়ে তাঁকে পাশে আবেগে কান্নায় ভেঙে পড়েন। প্রশাসনের বস্তি উচ্ছেদ ঘটনার তীব্র নিন্দা করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুনর্বাসন না দিয়ে বস্তি উচ্ছেদ কোনও ভাবে কাম্য নয়। আমরা নিজেদের মতো করে যত দূর যাওয়া যায়, ততদূর যাব।