ভারতে করোনা আক্রান্ত ৭০ লক্ষ ছাড়াল, নতুন আক্রান্ত আরও ৭৪,৩৮৩ জন

Mysepik Webdesk: রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রবিবার অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। তবে সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখযোগ্য। আক্রান্তের মধ্যে ৬০ লক্ষের বেশি মানুষ বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৭৪,৩৮৩ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৫৩,৮০৬ জন। রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১,০৮,৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯১৮ জন।
আরও পড়ুন: নাগাল্যান্ড ভারতের বাইরে তাই ফ্লিপকার্ট ডেলিভারি দেবে না, আজব দাবিতে হতবাক ক্রেতারা
হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, ভারত এখন আক্রান্তের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমে রয়েছে আমেরিকা। তবে, মৃত্যুর হারে আমেরিকা ও ব্রাজিলের পর ভারত তৃতীয় স্থানে রয়েছে। উল্লেখ্য, রবিবার ব্রাজিলে করোনায় মৃত্যু দেড় লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮,৮৩,১৮৫ জন, যা মোট আক্রান্তের মাত্র ১২.৬৫ শতাংশ।