রাশিয়ায় আগামী সপ্তাহ থেকেই সকলকে দিতে হবে স্পুটনিক ভি, নির্দেশ পুতিনের

Mysepik Webdesk: করোনা মোকাবিলায় বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করল রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ায় করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষকে দেওয়া হবে করোনার প্রতিষেধক। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সঙ্কটজনক রোগীদের ক্ষেত্রে এই টিকা প্রয়োগ করা হবে ব্রিটেনেও।
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যেই ফাইজারের করোনার টিকা পেতে চলেছে ব্রিটেন

বিশ্বের প্রথম সারির দেশগুলি যখন করোনা ভ্যাকসিন ট্রায়ালের প্রক্রিয়া চালাচ্ছিল, ঠিক তখনি সবাইকে চমকে দিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ঘোষণা করেন তাঁদের তৈরি স্পুটনিক ভি -এর নাম। এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা সন্দেহ প্রকাশ করলেও রাশিয়ার দাবি ছিল করোনা মোকাবিলায় স্পুটনিক ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকরী। পুতিন প্রশাসন জানিয়েছে, তাঁদের দেশের নাগরিককে বিনামূল্যেই দেওয়া হবে করোনা ভ্যাকসিন ৷ তবে বিশ্ববাজারে স্পুটনিক ভি-এর প্রতি ডোজ পাওয়া যাবে ১০ ডলারে অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ৭৪০ টাকা মূল্যে। গবেষকরা জানিয়েছেন, SARS- CoV-2 এই টিকার অন্তত দুটি ডোজ ভাইরাসকে রুখতে প্রয়োজন।