Mysepik Webdesk: বেড়েই চলেছে দেশের কোভিড গ্রাফ। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৫০ জন। একদিনে প্রায় ৩৩ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭০০। মৃত্যু হয়েছে ১২৩ জনের। দেশে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৮২ জন।
আরও পড়ুন:আজ থেকে শুরু ছোটদের টিকাকরণ, কীভাবে করবেন নাম নথিভুক্ত? কতটা প্রস্তুত দেশ? জানুন বিস্তারিত
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, ইতিমধ্যেই দেশের ২০টি জেলায় থাবা বসিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। ওমিক্রন সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যেই শুধুমাত্র আক্রান্ত ৫১০ জন। দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। অক্রেন্তের সংখ্যা ৩৫১। ২৫ ডিসেম্বরের পর থেকেই আচমকা একলাফে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা দাবি করেছেন, উৎসবের মরশুমে বেলাগাম মনোভাবের জেরেই দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী।