গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের কিছু বেশি, মৃত ২০১

Mysepik Webdesk: রবিবার সকালে দেশে করোনা পরিস্থিতি নিয়ে বুলেটিন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। সেই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৬৪৫ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪,৫০,২৮৪ জন। অন্য দিকে মৃত্যু হয়েছে ২০১ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৫০,৯৯৯ জন। মৃতের হার ১.৪৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন সুস্থ হয়ে উঠেছেন ১,০০,৭৫,৯৫০ জন। সুস্থতার হার ৯৬.৪২ শতাংশ। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২,২৩,৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯,২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৪৩,৩০৭ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চিনা ফৌজের অনুপ্রবেশ, পাকড়াও করল ভারতীয় সেনা
এদিকে আর মাত্র এক সপ্তাহ পর থেকেই ভারতে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান। আগামী ১৬ জানুয়ারী থেকে দেশজুড়ে শুরু হবে করোনার টিকা দেওয়া। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, প্রথম পর্যায়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে এই টিকা। পাশাপাশি টিকা দেওয়া হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে থাকা প্রথম সারির করোনাযোদ্ধাদের। পরবর্তী পর্যায়ে টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চষোর্ধদের এবং ৫০ এর নিচে যাদের কোমর্ডিবিলিটি রয়েছে।