কৃষক আন্দোলনের মাঝেই সোনু নিয়ে আসছে ‘কিষান’

Mysepik Webdesk: দিন দিন কৃষক আন্দোলন জোরদার হচ্ছে। কৃষি বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের বারবার আলোচনায় হলেও এখনও কোনো সমাধান হয়নি। এর মাঝে কৃষকদের নিয়ে নতুন ছবি করতে চলেছেন সোনু সুদ। ‘কিষান’ ছবিটি পরিচালনা করছেন ই নিওয়াস এবং রাজ শান্ডিল্য। সোনু সুদ নিজের টুইটার হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করে ছবির ঘোষণা করেছেন। ফিল্ম সমালোচক তরণ আদর্শও সোনুর নতুন ছবি নিয়ে টুইট করেছেন।
আরও পড়ুন: সাতাশ বছর পরেও জীবন্ত পঞ্চম
তরণ আদর্শের টুইটের পরই অমিতাভ বচ্চন টুইট করে সোনু সুদকে শুভেচ্ছা জানান । বিগ বি-র টুইট দেখে তাঁকে পালটা ধন্যবাদ জানান সোনু সুদ।
আরও পড়ুন: পাকিস্তানি কন্যার মৃত্যু রহস্যের কিনারা করতে ফের হইচইয়ের পর্দায় ব্যোমকেশ, মুক্তি পেল ট্রেলার
প্রসঙ্গত, কৃষক আন্দোলন নিয়ে যখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়, তখন কৃষক আন্দোলনকে সমর্থন করে দিলজিৎ দোসাঞ্জ প্রকাশ্যে ট্যুইট করতে শুরু করেন। তাঁর বিরোধিতাও করেন কঙ্গনা রানাউত। দিলজিৎ দোসাঞ্জকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়। যার জেরে দিলজিৎ নিজেকে ভারত সরকারের একজন করদাতা হিসেবে চিহ্নিত করেন এবং কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম সার্টিফিকেট প্রকাশ্যে আনেন। এরপরই দিলজিৎ-এর পাশে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া। গুজ নিউজ অভিনেতাকে সমর্থনের পাশাপাশি স্বরা ভাস্করও কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে সমর্থন জানাতে শুরু করেন।