Mysepik Webdesk: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশের একাধিক রাজ্যে, শহরে জারি করা হয়েছিল লকডাউন। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এরাজ্যেও জারি করা হয়েছিল একাধিক করোনা বিধিনিষেধ। তবে একটু একটু করে গোটা দেশে তথা এরাজ্যেও স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি, কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা। আর সেই কারণেই বিগত কয়েকদিন ধরে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে করোনা বিধিনিষেধ। শিথিল করা হচ্ছে কড়াকড়ি।
আরও পড়ুন: করোনাবিধি ভঙ্গের অপরাধে পাহাড়ে বেড়াতে গিয়ে গ্রেফতার আড়াইশোও বেশি পর্যটক

নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হচ্ছে বিধিনিষেধের মেয়াদ। রাত ন’টা থেকে ভোর পাঁচ’টা পর্যন্ত রাজ্যজুড়ে জারি থাকবে করোনা বিধিনিষেধ। ওই সময় কার্ফুর ক্ষেত্রে প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাভাবিক কারণেই এই পর্যায়ে অনেকের মনে বিশেষ করে নিত্য ট্রেন যাত্রীদের মনে একটাই প্রশ্ন আসছে, এবার কী তবে রাজ্যে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেবে সরকার? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানায়নি নবান্ন। অর্থাৎ লোকাল ট্রেন চালানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি রাজ্য সরকার। ফলে, মনে করা হচ্ছে, নিত্য ট্রেন যাত্রীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লোকাল ট্রেনের পরিষেবা পাওয়ার জন্য।