মাওবাদী নামাঙ্কিত পোষ্টার ঘিরে চাঞ্চল্য পাঁড়ইয়ের গ্রামে

পাঁড়ুই, ২৩ সেপ্টেম্বর: মাওবাদীদের নাম করে পোষ্টার দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের পাঁড়ুই গ্রামে। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলার রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক মহলেও। ওই পোস্টারে সাদা কাগজে লাল কালিতে লেখা রয়েছে একাধিক তৃনমূল নেতার নাম। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ওই পোষ্টার ছিঁড়ে ফেলে। তবে এই কাজ আদৌ কোনও মাওবাদীর কাজ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নির্দেশ দিল স্যাট
বুধবার সকালে স্থানীয় মানুষেরা লক্ষ করেন, পাঁড়ুই থানার অন্তর্গত গোলাপবাগ, চৌমন্ডলপুর-সহ একাধিক জায়গায় তৃনমূলের ব্লক সভাপতি এবং আরও কয়েকজন নেতার নামে হুঁশিয়ারী দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘জীবন দাও নাহলে টাকা ফেরত দাও’। তৃনমূুল নেতৃত্বের অভিযোগ আবার বিজেপির দিকে। তৃণমূলের দাবি, বিজেপির কোনও রাজনৈতিক ভিত্তি নেই, তাই তারা এসব কাজ করছে। আমরা কিছুতেই বিজেপির নোংরামি বরদাস্ত করব না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছে, বিজেপির এটা তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। আমরা মাঠে ময়দানে লড়াই করি। পুলিশই তৃনমূলের বুথ সামলাচ্ছে।