এই পদ্ধতিতে খুব সহজেই আধার কার্ডের মাধ্যমে বানিয়ে ফেলুন প্যান কার্ড

Mysepik Webdesk: আয়কর সংক্রান্ত যেকোনও নথির ক্ষেত্রেই প্রয়োজন হয় প্যান কার্ড। আয়কর রিটার্ন পূরণ করা কিংবা কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলেও প্যান কার্ড বাধ্যতামূলক। তাছাড়া যেকোনও বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রেও প্রয়োজন প্যান কার্ড। এই পরিস্থিতিতে আপনার কাছে কোনও প্যান কার্ড তৈরি না থাকলে আধার কার্ডের সাহায্যে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় প্যান কার্ড। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আধার কার্ডের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় আপনার প্যান কার্ড।
আরও পড়ুন: কেরলে পুর-পঞ্চায়েত ভোটে উড়ল লাল নিশান, বড় জয় বামেদের

প্রথমেই ই-প্যান কার্ডের আবেদন ফর্মে আধার নম্বর দিতে হবে। আর তাতেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনার সংযুক্ত মোবাইল ফোন নম্বরে ওটিপি পাঠানো হবে। এরপর ই-ফাইলিং পোর্টালে যেতে হবে এবং ‘Instant PAN through Aadhaar’-এ ক্লিক করতে হবে। তারপরে ‘Get NN’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নম্বর দেওয়ার পর আরও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সঠিকভাবে দিলেই পিডিএফ ফরম্যাটে ই-প্যান কার্ড পাওয়া যাবে। ই-প্যান কার্ডের ওপর একটি কিউআর কোড থাকবে যাতে আবেদনকারীর ডেমোগ্রাফিক বিশদ এবং ফটো রয়েছে। প্যানের একটি কপি ইমেল আইডিতেও পাঠানো হবে।