বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ, জেনে নিন শেষ কবে জমা দেওয়া যাবে

Mysepik Webdesk: দেশজুড়ে কোভিড পরিস্থিতির মধ্যে আয়করদাতাদের জন্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর। শনিবার একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৯-২০২০ আর্থিক বছরের জন্য ব্যক্তিগত আয়কর ফাইলের সময়সীমা বাড়ানো হল আরও এক মাস। অর্থাৎ ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে আয়ের রিটার্ন জমা দেওয়ার তারিখ ছিল ৩০ নভেম্বর। সেই তারিখ এগিয়ে করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর।
আরও পড়ুন: এবার ভারত বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক ২৮টি বিমান চলাচল করবে
আয়করের পাশাপাশি আন্তর্জাতিক এবং নির্দিষ্ট ঘরোয়া লেনদেনের অডিটের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তর জানিয়েছে, কোভিড পরিস্থিতির কারণে আয়করদাতাদের সঠিক সময়ে আয়কর জমা দেওয়া রীতিমতো সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তারা যাতে আরও কিছুটা অতিরিক্ত সময় পায়, সেই কারণেই অকোর জামা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হল।