Mysepik Webdesk: বাড়ল পারদও। দিন কয়েক আগেও শহর তথা রাজ্যজুড়ে হাড় কাঁপুনি দিয়ে যে ঠাণ্ডা পড়েছিল, সেই আমেজে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আজও এই স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কড়া শীতের আমেজ ফের জানুয়ারিতে ফিরবে দক্ষিণবঙ্গে। বড়দিনেও সারাদিন ছিল মূলত রৌদ্রোজ্জ্বল দিন। যদিও ভোরের দিকে ঘন কুয়াশা ছিল। আজও সেই কুয়াশায় ঢাকা ভোর দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে।
আরও পড়ুন: ‘সই করিনি’, ধনখড়ের টুইটে হাওড়া পুরনিগমের বিল নিয়ে বিভ্রান্তি!
আগামী ছয়দিন তাপমাত্রা আরও বাড়বে। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। কুয়াশার আস্তরণও থাকবে। অন্যদিকে, সিকিমের লাচেন ও ছাঙ্গুতেও বরফ পড়া শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডার পরিমাণ কিছুটা কমবে। তবে একেবারে শীতের আমেজ কমবে না। ঠান্ডা ফের জানুয়ারিতে ফিরবে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস।