পিরামিডের সামনে ‘অশালীন’ ফোটোশ্যুট, গ্রেফতার ফোটোগ্রাফার

Mysepik Webdesk: পিরামিডের সামনে ‘অশালীন’ ফোটোশ্যুট করে প্রাচীন মিশরীয় সভ্যতার অবমাননা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ফোটোগ্রাফারকে। শুধু ফটোগ্রাফার একই নন, পাশাপাশি গ্রেফতার করা হতে চলেছে মডেল সালমা আল শিমিকেও। তাদের দু’জনের বিরুদ্ধে অভিযোগ, তারা পিরামিডের সামনে ‘অশালীন’ ফোটোশ্যুট করে সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, যা প্রাচীন মিশরীয় সভ্যতাকে কার্যত অপমান করার সামিল।
আরও পড়ুন: রাশিয়ায় আগামী সপ্তাহ থেকেই সকলকে দিতে হবে স্পুটনিক ভি, নির্দেশ পুতিনের

যে ছবিগুলি তাঁরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, সেই ছবিগুলিতে দেখা গিয়েছে, সাদা মিশরীয় পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সালমা। এরপর সেই ছবিগুলি তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেন। সেই ছবিগুলি ভাইরাল হতেই ফোটোগ্রাফারকে জরুরি তলব করে পুলিশ। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, মডেল সালমাকেও ডেকে পাঠানো হয়। তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।