কুড়ি বছর বাদে গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে ওই দেশের বাসিন্দাদের। ২০ বছর আগের তালিবান শাসিত অন্ধকার সময়ের কথা মাথায় রেখে আফগানিস্তান ছেড়ে একাধিক দেশে পালিয়ে যেতে চাইছে আফগানরা। ইতিমধ্যেই বিশ্বের ৯৮টি দেশ জানিয়ে দিয়েছে, শরণার্থী হিসেবে আফগানদের তারা আশ্রয় দেবে, যদিও সেই তালিকায় ভারতের নাম নেই। তবে, ভারতে প্রশিক্ষণরত আফগান সেনাদের বিষয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: হেঁসেলে আগুন! আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
প্রসঙ্গত, বর্তমানে ভারতে প্রায় ১২০ জন আফগান নাগরিক সেনা প্রশিক্ষণ নিচ্ছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনই তাদের প্রশিক্ষণ মাঝপথে থামিয়ে আফগানিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে না। অর্থাৎ তাঁরা নিজেদের ইচ্ছায় তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে পারেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাঁরা চাইলে আফগানিস্তান ফিরে যেতে পারবেন। শুধু তাই নয়, তাঁদের পরিবারের সদস্যরা যাঁরা ইতিমধ্যেই আফগানিস্তান ছেড়ে অন্যান্য দেশে চলে গিয়েছেন, প্রয়োজনে প্রশিক্ষণের পর সেই দেশগুলোতেও তাঁরা চলে যেতে পারবেন। ভিসা পেতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।