অজি পেসারদের দাপটে ভারত দুঃস্বপ্নের ২৬/৮

Mysepik Webdesk: সুবিধাজনক জায়গায় থেকেও সুবিধাা নিতে পারল না ভারত। অ্যাডিলেডে ডে-নাইট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। ক্যাপ্টেন বিরাট কোহলি ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। প্যাট কামিন্সের শিকার হন তিনি। ক্যামেরন গ্রিন তাঁর ক্যাচ নেন। ফাস্ট বোলার জোশ হ্যাজলউড ২ উইকেট নিয়ে ভারতের মিডল অর্ডার ভেঙে দিয়েছেন। মায়াঙ্ক আগরওয়াল ৪০ বলে ৯ রান করে আউট হন। হ্যাজলউডের বলে উইকেটরক্ষক টিম পেইনের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। এর পরে হাজেলউড কোনও আজিঙ্কা রাহানাকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। উইকেটরক্ষক পেনের হাতে ধরা পড়েন তিনি।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টি-২০’তে হার পাকিস্তানের
তৃতীয় দিন, ভারতীয় দল এক উইকেটে ৯ রান দিয়ে শুরু করেছিল। ম্যাচ শুরুর পর বিরাট-বাহিনী ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। প্রথম তিন উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে তিনি পৃথ্বী শ-কে বোল্ড করেছিলেন। এদিন প্রথমে তিনি জসপ্রীত বুমরাহ (২)-কে কট অ্যান্ড বোল্ড আউট করেন তিনি। এরপর ভারত খায় তৃতীয় ধাক্কা। অন্যতম ভরসা চেতেশ্বর পুজারাও কোনও রান না করে কামিন্সের বলে উইকেটরক্ষক পেনের হাতে আউট হন। এরপর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত ৪ রান করে হ্যাজেলউডের বলে আউট হন। ঠিক তার পরের বলেই অশ্বিনও আউট হন। অশ্বিনকে আউট করে হ্যাজেলউড তাঁর টেস্ট কেরিয়ারে ২০০ উইকেট নেন। ভারতের সামনে যে, বড় লজ্জা অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।