পাক-চিন সেনাবাহিনীর মহড়া, কড়া নজর রাখছে ভারতও

Mysepik Webdesk: ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পরেই ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে চিন। এদিকে ভারতের সীমান্তে চিনের অগ্রাসন নিয়ে বহু জলঘোলা হয়ে গিয়েছে। ভারত সমঝোতায় আসতে চাইলেও, চিনা ক্রমাগত সীমান্ত এলাকায় নিজের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। একাধিক বৈঠক হওয়া সত্ত্বেও চিন পিছু হটতে নারাজ। শুধু তাই নয়, ভারতের সীমান্তবর্তী এলাকায় একের পর এক নতুন নতুন গ্রাম তৈরি করতে শুরু করে দিয়েছে চিন সরকার। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে নতুন করে শত্রুতা সৃষ্টি করতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চাপে ফেলার কৌশল করেছে চিন।
আরও পড়ুন: একই খাবারের অর্ডার নিয়ে দরজার সামনে হাজির ৪২ জন ডেলিভারি বয়!

জানা গিয়েছে, পাকিস্তানের সেনাদের সঙ্গে যুদ্ধের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে চিন সেনা। ইতিমধ্যেই গুজরাটের নিকটবর্তী পাকিস্তানী বিমানবন্দরে বহু যুদ্ধবিমান এবং প্রচুর পরিমাণে সেনা পাঠিয়েছে চিন সরকার। যদিও চিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যাস শাহিন XI-এর অনুশীলনে অংশ নিতে পাকিস্তানের ভোলারীতে পৌঁছানোর জন্য চিনের বায়ুসেনারা ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত পাকিস্তানে চলবে দুই দেশের সেনাদের যুদ্ধের মহড়া। এই বিষয়ে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, পাক-চিনে যৌথ উদ্যোগে সংগঠিত হওয়া এই যুদ্ধের মহড়ার ওপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা। কোনও আপত্তিকর কিছুর আঁচ পেলেই তার কড়া জবাব দিতে প্রস্তুত তাঁরা।