আজ ভারত বন্ধ, তবে এই বন্ধে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না

Mysepik Webdesk: আজ নিয়ে ১৩ দিনের মাথায় কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষক আইনের বিরোধিতা করে এদিন ভারতজুড়ে বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই বন্ধের সমর্থন জানিয়েছে আজাদপুর সবজি মান্ডি, অল দিল্লি অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট এবং ওলা ও উবেরের ড্রাইভার অ্যাসোসিয়েশন। তবে এই বন্ধ নিয়ে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। এছাড়াও এই বন্ধকে সমর্থন জানিয়েছে দিল্লি বার কাউন্সিল। তবে এই বন্ধকে সমর্থন করছে না কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: রাজস্থানে কৃষকদের সমর্থনে কংগ্রেস, আগামীকাল ভারত বন্ধকে সমর্থন অনেকাংশে

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারত বন্ধ নিয়ে কোনও কৃষক সংগঠন বা কৃষক আন্দোলনের কোনও নেতা তাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। সেক্ষেত্রে তারা এই বন্ধে সামিল হবেন না। তবে কংগ্রেস, তৃণমূল, বামপন্থী দল, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি-ও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তবে এ দিন বন্ধ হলেও যেকোনও জরুরি পরিষেবা চালু থাকবে। এছাড়াও যে কেউ চাইলে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ সমর্থন করতে পারে। এর জন্য কাউকেই জোর করা হবে।