নিউক্লিয়ার মিসাইলের সফল পরীক্ষা করল ভারত, ৩৫০ কিমি দূরে লুকিয়ে থাকা শত্রুও নিমেষে খতম হয়ে যাবে

Mysepik Webdesk: ভারতের প্রতিরক্ষা বিভাগের মুকুটে যুক্ত হল আরও একটি সাফল্যের পালক। কম দুরত্বের ব্যালাস্টিক মিসাইল পৃথিবী-২ -এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। জমি থেকে জমিতে লক্ষ্য ভেদ করতে সক্ষম এই মিসাইল সমানভাবে পরমাণু ওয়ারহেডও বহন করতে পারবে। এদিন উড়িষ্যার বালাসোরের উপকূলে অবস্থিত প্রতিরক্ষা অনুসন্ধান এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও (DRDO) থেকে এই মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। মিসাইলটি সাফল্যের সঙ্গে লক্ষভেদ করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: রাফাল যুদ্ধবিমান চালাবেন যে মহিলা পাইলট, প্রকাশ্যে এল তাঁর নাম
অত্যাধুনিক এই মিসাইলটি চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট সেন্টার থেকে রাতের অন্ধকারে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ৩৫০ কিমি পর্যন্ত শত্রুপক্ষকে সফলভাবে আঘাত করতে সক্ষম। ডিআরডিও জানিয়েছে, তাদের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, ভারতের প্রতিরক্ষা বিভাগে এই মিসাইলের সংযুক্তি নতুন এক ইতিহাস তৈরি করবে।