ভারত-ব্রিটেনের উড়ান বাতিল আগামী ৭ জানুয়ারী পর্যন্ত

Mysepik Webdesk: করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সংক্রমণের আশঙ্কা। আর সেই কারণেই সিদ্ধান্ত হয়েছিল, ভারতের সঙ্গে ব্রিটেনের সব আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৭ জানুয়ারী পর্যন্ত। এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, ৭ জানুয়ারির পরে যদিও ভারত-ব্রিটেনের উড়ান পরিষেবা শুরু হয়, তবে তা হবে সীমিত সংখ্যক এবং প্রতিটি উড়ানের যাত্রীদের ওপর কড়া নজর রাখা হবে।
আরও পড়ুন: পিছিয়ে গেল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ

নতুন করে কোভিডের সংক্রমণ রুখতে গত ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে ব্রিটেন থেকে উড়ান বন্ধ করে দেয় কেন্দ্র। শুধু তাই নয়, কোনও ভায়া রুটের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বজায় রেখেছে কেন্দ্র। এই একই নিয়ম আগামী ৭ জানুয়ারী পর্যন্ত বলবৎ থাকছে। ব্রিটেনের দেশগুলিতে যেভাবে কোভিডের দ্বিতীয় স্ট্রেনের সংক্রমণ বাড়ছে, সেই বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি অনুকূল হলে ফের উড়ান চালু করে দেওয়া হবে। ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে থাকবে কড়া নিয়মের বেড়াজাল। তবে কোনও পণ্য পরিবহনের ক্ষেত্রে থাকছে না এই নিয়ম।