Mysepik Webdesk: রাশিয়া-ইউক্রেন নিয়ে উত্তেজনার আঁচ গোটা বিশ্বে পড়ছে। দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেলে এর ব্যাপক প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। এর প্রভাব পড়বে ভারতেও। ভারত তাই চায়, দ্রুত এই সমস্যার সমাধান হোক। ইউক্রেন সংকট নিয়ে এক প্রতিক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ কথা বলেছেন।
আরও পড়ুন: ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক নয়’, এবার হিজাব বিতর্কে মুখ খুললেন অমিত শাহ
রাজনাথ বলেন, “ভারত চায় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। শান্তি প্রতিষ্ঠা হোক। আমি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে আলোচনার পর একটি সমাধানসূত্র বের হবে। ভারত আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে।”