Latest News

Popular Posts

ভারতের হারে ক্ষুব্ধ প্রাক্তনরা কে কী বললেন

ভারতের হারে ক্ষুব্ধ প্রাক্তনরা কে কী বললেন

Mysepik Webdesk: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে আয়োজকরা। এরফলে তিন ম্যাচের একদিনের সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে প্রোটিয়া বাহিনী। এই ম্যাচেও ভারতীয় দলের পারফরম্যান্স বলার মতো ছিল না। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে ফের হতাশ করলেন বোলাররা। টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরে গেল ভারত। এই সিরিজে কে এল রাহুলকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি অধিনায়ক হিসাবে খুব বেশি সফল ছিলেন না। টিম ইন্ডিয়া নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় টিমের পারফরম্যান্স নিয়ে।

প্রাক্তন ফাস্ট বোলার জহির খান বলেছেন, ‘ভারতীয় দলের ভুল শোধরানো উচিত। দলটি ওয়ানডে সিরিজ হেরেছে। তাই শেষ ম্যাচটাও সহজ হবে না। ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে সব কিছু মাথায় রাখতে হবে ক্যাপ্টেন কে এল রাহুলকে। সিরিজ হেরে দল অনেক চাপে পড়েছে এবং অধিনায়কের উচিত খেলোয়াড়দের অনুপ্রাণিত করা।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় বোলারদের মধ্য ওভারগুলিতে ভালো পারফর্ম করতে হবে। শেষ ম্যাচে তরুণদেরও সুযোগ দিতে হবে।’

আরও পড়ুন: কোভিড প্রটোকল মেনে নিমতলা ঘাটে সম্পন্ন সুভাষ ভৌমিকের শেষকৃত্য, অর্ধনমিত থাকবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের পতাকা

কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখন টিম ম্যানেজমেন্টের উচিত ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে দল তৈরি করা। এই মুহূর্তে বিশ্বকাপের জন্য ১৭-১৮ মাস সময় আছে। এমন পরিস্থিতিতে সব খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত এবং চেষ্টা করা উচিত।’ গাভাসকর আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্টের উচিত এখন ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দীপক চাহারকে বিশ্বকাপে সুযোগ দেওয়া’

গতমাসে অবসর নেওয়া স্পিনার হরভজন সিংকে দ্বিতীয় ওয়ানডেতে ফ্লপ বিরাট কোহলিকে পরামর্শ দিতে দেখা গেছে। হরভজন মনে করেন, বিরাট কোহলিকে দলে থাকার জন্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে ভালো পারফর্ম করতে হবে। প্রাক্তন এই ক্রিকেটার বলেন, ‘যতদিন অধিনায়ক থাকবেন, দলে জায়গা হওয়া নিয়ে কোনও চিন্তা নেই। কিন্তু এখন আপনার দলে থাকার বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই আপনাকে যেকোনও অবস্থাতেই ভালো পারফর্ম করতে হবে।’

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *