সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মিছিল

Mysepik Webdesk: রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে ভোটের দাবিতে কৃষ্ণনগরে নগেন্দ্র নগর থেকে একটি আদিবাসী সম্প্রদায়ের মিছিল বের হয়।নগেন্দ্রনগর পাঠাগার মাঠ থেকে মিছিলটি শুরু করে জজকোর্টের মোড় ঘুরে পোস্ট অফিসের মোড়ে এসে শেষ তাদের মিছিল শেষ হয়।
আরও পড়ুন: জেএমবি জঙ্গি সন্দেহে সোনারপুর থেকে গ্রেফতার যুবক
এদিন তাদের মিছিলে একটাই দাবি ছিল রাজ্যজুড়ে ভোটদান পর্ব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জেলাশাসক থেকে রাজ্যের নির্বাচনী মুখ্য আধিকারিক এমনকি রাজনৈতিক দলগুলোর কাছে তারা বার্তা পৌঁছাতে চান বলেই তাদের এই মিছিল। কারণ প্রতিবছর এই ভোটার সময়ে হিংসার বলি হয় সাধারণ মানুষ। সে বিষয়ে সচেতন থাকার জন্য এবং গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে যাতে কোনোরকম বাঁধা না আসে তার অনুরোধ জানাতে আজকের এই মিছিল বলে জানায় সংগঠনের কর্মকর্তারা।