নতুন করোনা স্ট্রেনের মধ্যেই শুরু হল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা

Mysepik Webdesk: ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে, যার সংক্রমণ ক্ষমতা আগের থেকে আরও ৭০ শতাংশ বেশি। আর ভারতে যাতে সেই নতুন স্ট্রেন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য গত ২৩ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা। তবে বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশ্য এ দিন থেকে শুরু হয়েছে বিমান যাতায়াত। শুক্রবার ২৫৬ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লি পৌঁছল একটি বিমান। তবে ব্রিটেন থেকে ভারতে আগত যাত্রীদের জন্য থাকছে কোভিড নিয়মের বেড়াজাল। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হয়েছে বিমানের সংখ্যাও।
আরও পড়ুন: এবার চিন থেকে লিথিয়াম আমদানিতে ‘না’ ভারতের

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রত্যেক সপ্তাহে ব্রিটেন থেকে ভারতগামী ১৫টি করে বিমান দেশে নামবে। অন্যদিকে ভারত থেকে ১৫টি বিমান উড়ে যাবে লন্ডনে। তবে বিমান চলাচল শুরু হলেও সতর্ক রয়েছে কেন্দ্রীয় সরকার। নজর রাখা হচ্ছে বিমানের যাত্রীদের ওপর। বিমান ধরার আগে অন্তত ১০ ঘণ্টা অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের। পাশাপাশি আরও জানানো হয়েছে, ৩০ জানুয়ারি পর্যন্ত যত জন যাত্রী ব্রিটেন থেকে দেশে আসবেন, তাঁদের সকলকেই নিজের খরচে কোভিড পরীক্ষা করিয়ে নিতে হবে। এছাড়াও বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে দেখে নিতে হবে তিনি নেগেটিভ কিনা।