প্রথম টেস্ট ইন্দোরে। অথচ লাইমলাইট কলকাতায়। আর যেন তর সইছে না ক্রিকেট-পাগল জনতার। তবে কেবল আমআদমিই নয়, ইডেনে আয়োজন হতে চলা দিবারাত্রির টেস্ট ম্যাচ ঘিরে প্রস্তুতির চিত্র এবার দেখা গেল ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও।
দলের অধিনায়ক বিরাট কোহলি শুরু করে দিলেন গোলাপি বলে অনুশীলন। এদিন ইন্দোরে লাল বলে ঝালিয়ে নেওয়ার ফাঁকে তিনি থ্রো-ডাউন প্র্যাকটিস করলেন। কোহলির পরেই রাহানে, পুজারা, মায়াঙ্ক গোলাপি বলে থ্রো-ডাউন প্র্যাকটিস করলেন। তাই বলাই যায়, ক্যাপ্টেন বিরাটের নেতৃত্বে ইন্দোরেই গোলাপি বলে অনুশীলনে ঢাকে কাঠি পড়ল।