আজ ১৪ নভেম্বর শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ইন্দোরে মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই সিরিজে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার কাছে সুযোগ থাকছে তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে এগিয়ে যাওয়ার।
বাংলাদেশের বিরুদ্ধে ধোনি খেলেছেন তিনটি টেস্ট। তাতে তাঁর শিকারের সংখ্যা ১৫। এর মধ্যে রয়েছে ৩টি স্ট্যাম্পিং ও ১২টি ক্যাচ। অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ঋদ্ধি খেলেছেন দু’টি টেস্ট। সেখানে ২টি স্ট্যাম্পিং ও ৫টি ক্যাচ সহযোগে তাঁর শিকারের সংখ্যা সাত। বলা বাহুল্য যে, আর মাত্র ৯টি শিকার সংগ্রহ করতে পারলেই তিনি ধোনিকে টপকে নয়া রেকর্ড গড়বেন। ওয়াকিবহাল মহলের ধারণা, ঋদ্ধির সাম্প্রতিক যা ফর্ম, তাতে এই রেকর্ড গড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা।