Mysepik Webdesk: একধাক্কায় বেড়ে গেল ওমিক্রন সংক্রমিত দেশের সংখ্যা। গত সপ্তাহেই ভারত ‘বিপজ্জনক’ হিসেবে ১২টি দেশকে সনাক্ত করেছিল। সেই সংখ্যা বেড়ে হল ২৩টি। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টে্ড্রস আধানম ঘাব্রেওয়াসাস জানিয়েছেন, ভাইরাসের নতুন রূপভেদ ইতিমধ্যেই দ্বিগুন হারে সংক্রমণ ঘটেছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২৩টি দেশ থেকে নতুন প্রজাতির করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ওমিক্রন নিয়ে বিশ্বকে সতর্ক করার পর পুরস্কারের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কপালে জুটছে শুধুই তিরস্কার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টে্ড্রস আধানম ঘাব্রেওয়াসাস জানিয়েছেন, ভাইরাসের নতুন রূপভেদ ইতিমধ্যেই দ্বিগুন হারে সংক্রমণ ঘটেছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২৯টি দেশ থেকে নতুন প্রজাতির করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।