ডিএলএসএর উদ্যোগে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন শান্তিনিকেতনে

বোলপুর, ১১ অক্টোবর: আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালিত হল শান্তিনিকেতনে। রবিবার শান্তিনাকেতন থানার লায়েকবাজারে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এই আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালিত হয়। বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু কন্যাদের আইনী অধিকার, যৌন হেনস্থা ও প্রতিরোধ আইন, শিশু কন্যার শিক্ষার অধিকার, সংবিধানে উল্লেখিত শিশুদের মৌলিক অধিকার প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: বস্ত্র বিতরণের মাধ্যমে মাতৃবন্দনায় কৃষ্ণনগর ঐকতান
এদিন এই সভায় উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, চাইল্ড লাইনের প্রতিনিধি নুপুর মজুমদার, বিপ্লব ঘোষ, শিক্ষক নুরুল হক, মহম্মদ মহসীন ও প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ আলী সহ বোলপুর শান্তিনিকেতন এলাকার একাধিক স্বেচ্ছাসেবী সংস্হার প্রতিনিধিরা। এদিন আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে শান্তিনিকেতনের গুরুপল্লীর সংসার জীবনে সংগ্রামী দুই বোন অনন্যা ও রঙ্গনা করকে বিশেষ সম্মান জানানো হয়। এছাড়াও সিউড়ীতে ডোর টু ডোর ক্যাম্পানিং করা হয়, মাস্কও বিতরন করা হয়। একই শিবির করা হয় রামপুরহাটেও। আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের নির্দেশ মতো সারা জেলায় এই কর্মসূচী নেওয়া হয়।