IPL Breaking: চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা আক্রান্ত

Mysepik Webdesk: বর্তমান ভারতীয় সীমিত ওভারের একজন খেলোয়াড় ছাড়াও চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বেশ কয়েকজন স্টাফ সদস্যকে করোনার টেস্টে ইতিবাচক পাওয়া গেছে। এর পরে, ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে দলের কোয়ারেন্টাইনের সময়কাল বাড়াতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: ‘দেশে ফিরে আসুন’, আর্জেন্টিনা ফুটবল ভক্তদের মেসির প্রতি কাতর আবেদন

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের একজন ক্রিকেটার ছাড়াও ১২ জন কর্মীর করোনা হয়েছেন। মিডিয়া রিপোর্টে এটি দাবি করা হয়েছে। দলের তরফে এ বিষয়ে কিছুই বলা হয়নি। যে খেলোয়াড়ের করোনার নাম ছিল তা প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে যে, এই খেলোয়াড় ভারতীয় দলের একজন দ্রুত গতির বোলার। চেন্নাই দলে চারজন ভারতীয় ফাস্ট বোলার রয়েছে। তাদের নামগুলি – শারদুল ঠাকুর, দীপক চাহার, কেএম আসিফ এবং মনু কুমার।

Facebook Twitter Email Whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *