ভিয়েনা হামলার দায় স্বীকার আইএস সংগঠনের

Mysepik Webdesk: সোমবার রাতে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের একাধিক জায়গায় বন্দুকবাজের তাণ্ডবের ঘটনা ঘটেছে। নিহত বন্দুকবাজের সহযোগী সন্দেহে এ পর্যন্ত মোট ১৮টি জায়গায় রেড করে ১৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রিয়ান পুলিশ। সোমবার রাতে সন্ত্রাসবাদী হামলায় শহরে পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে দু-জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে যাওয়ায় পথে একজনের এবং হাসপাতালে যাওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। হামলাকারীদের এলোপাথাড়ি গুলিতে কমবেশি ২২ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ভয়ানক সন্ত্রাসবাদী হামলা, ভিয়েনায় জঙ্গি-সহ মৃত ৩

ঘটনার প্রথমের দিকে পুলিশের সন্দেহ ছিল, এই ঘটনা আদৌ সন্ত্রাসবাদী হামলা কিনা। পরে অবশ্য এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার দিন রাত্রিবেলা দাবি করেন ভিয়েনায় জঙ্গি হামলাই হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ইসলামিক স্টেট ভিয়েনা হামলার দায় স্বীকার করে। তবে তারা এই বিষয়ে কোনও প্রমান দেখায়নি। সোমবার রাতের ঘটনা প্রসঙ্গে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, “আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের মৌলিক মূল্যবোধ, আমাদের জীবনযাত্রা এবং গণতন্ত্রকে রক্ষা করব।”