ব্যান উপেক্ষা করেই কি PUBG খেলছেন? তাহলে চরম শাস্তির মুখে পড়তে চলেছেন আপনি

Mysepik Webdesk: ভারত-চিনের সীমান্তে সংঘর্ষের পর চিনকে উচিত শিক্ষা দিতে PUBG -সহ ভারতে ১০০ টিরও বেশি অ্যাপ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেকারণে ভারতে গুগল প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই গেমের অ্যাপটিকে। সম্প্রতি ভারতের এক ব্লগার ইন্ডিয়ান গেমিং কমিউনিটির কাছে একটি চিঠি দিয়ে দাবি করেছিলেন যে ব্যান থাকা সত্ত্বেও ভারতে বহু মানুষ VPN ব্যবহার করে এই গেমটি এখনও খেলে যাচ্ছেন। সেই কারণেই এবার কেন্দ্রের সাইবার বিভাগ থেকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে যারা এই গেমটি এখনও খেলে চলেছেন, তাদের বিরুদ্ধে এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: এবার থেকে প্রতি সপ্তাহেই পরিবর্তন হাতে পারে রান্নার গ্যাসের দাম, নিয়ম বদলের প্রস্তাব
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, অনেকেই নিয়ম ভেঙে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (VPN) সাহায্যে PUBG -এর গ্লোবাল বা কোরিয়ান ভার্সন খেলে যাচ্ছেন। সেক্ষেত্রে দেশজুড়ে ব্যান হওয়া গেমটি খেলার অপরাধে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। VPN সাধারণত IP এবং ইনকামিং ডেটা প্যাকেটস এনক্রিপশন লেয়ারে লুকিয়ে রাখে, তাই অনেকেই ভাবেন যে তাঁরা ধরা পড়বেন না। কিন্তু এমনটা মোটেই নয়। আর VPN সার্ভিস ব্যবহার করে সেই ব্যানকে বাইপাস করার মানে, কেন্দ্রের নিয়ম ভঙ্গ করা। আর কেন্দ্রের নিয়ম ভঙ্গ করলে মোটা টাকার জরিমানা পর্যন্ত হতে পারে।