বিধানসভা নির্বাচন কি এএফসি কাপ বিডে এটিকে মোহনবাগানের মূল অন্তরায়?

Mysepik Webdesk: এএফসি কাপে শক্ত গ্রুপে পড়েছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সুতরাং বলাই যায় যে, কলকাতার এই ক্লাব এএফসি কাপের এবারে বেশ কঠিন একটা গ্রুপ পেয়েছে। তবে সাউথ জোন থেকে যোগ্যতা অর্জনকারী এটিকে মোহনবাগানের গ্রুপে উঠে আসতে পারে বেঙ্গালুরু এফসি-ও। আগামী মে মাসে এই আন্তর্জাতিক আসরে মাঠে নামবে আবার ছেলেরা। তবে তার আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য বিড করতে চলেছে তারা।
আরও পড়ুন: মনবীর সিং: একটি ট্যুইট, দু’টি গোল এবং ক’টি প্রশ্ন

যদিও এর পুরোটাই নির্ভর করছে এএফসির ওপর। কারণ এএফসি কাপে গ্রুপ ডি-র আয়োজক হতে পারবে কিনা, তা নির্ধারণ করবে এফসি। এদিকে আরও একটা মূল অন্তরায় তৈরি হয়েছে। তা হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এএফসি কাপে সবুজ মেরুন বাহিনী মাঠে নামবে আগামী মে মাসে। ওই সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বঙ্গে নির্বাচনজনিত কোনও সমস্যা দেখা দিলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যুবভারতীতে দেওয়ার ঝুঁকি নেওয়া হবে বলে মনে হয় না। তা যদি হয়, তাহলে এই মরশুমে এএফসি কাপের ম্যাচ কলকাতায় খেলার স্বপ্ন এই যাত্রায় আপাতত অধরাই থাকতে চলেছে সবুজ মেরুনের।