জল্পনা কি সত্যি! মহামেডান স্পোর্টিংয়ে এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক

Mysepik Webdesk: কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কলকাতার মহামেডান স্পোর্টিংয়ে খেলতে আসতে চলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। যদিও গত সপ্তাহে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। তবে এখন জানা গেল যে, গোপনে আলোচনা চালিয়ে কলকাতায় আশা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা

ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার কলকাতার সাদা কালো ক্লাবে সই করতে শনিবার কলকাতায় আসছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বাফুফের কাছে আন্তর্জাতিক ছাড়পত্রের জন্য আবেদন করেছেন এই ফুটবলার। আরও জানা গেছে যে, নিজের ক্লাব সাইফকেও কলকাতায় খেলতে আসার ব্যাপারে অবগত করেছেন তিনি।
আরও পড়ুন: পরের বছর আইপিএল ভারতে আয়োজনের ব্যাপারে আশাবাদী সৌরভ গাঙ্গুলি

সাইফ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জামাল ভুঁইয়ার মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে বলেছেন, “জামালের সঙ্গে কলকাতার মহামেডান স্পোর্টিংয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ভাগ যখন হবে, সেই সময় তিনি আমাদের দলে পুনরায় যোগ দেবেন।”