সফলভাবে ISRO-র অত্যাধুনিক স্যাটেলাইট EOS-01 রওনা দিল পৃথিবীর কক্ষপথে

Mysepik Webdesk: ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরো এদিন দুপুর ৩.১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে অত্যাধুনিক স্যাটেলাইট EOS-01 লঞ্চ করল। স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে ইসরোর তরফ থেকে। একটি পিএসএলভি-সি৪৯ রকেটের ভিতর এই কৃত্রিম উপগ্রহটিকে স্থাপন করে সেটিকে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি রকেটটি আরও ৯টি বিদেশি উপগ্রহকে মহাকাশে স্থাপন করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাতাসের কার্বন ডাই-অক্সাইড দিয়ে ‘ময়দা’ বানালেন বিজ্ঞানীরা

ইসরো জানিয়েছে, এই উপগ্রহটি মূলত জলবায়ুর বদল এবং আবহাওয়ার গতিপ্রকৃতি সম্মন্ধে তথ্য দেবে। এই উপগ্রহ অনেক দূর থেকে ছবি তুলতে পারে। এই উপগ্রহটি একটি কৃষি পর্যবেক্ষণ বাহন, যা কৃষি, বনাঞ্চল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা যাবে। এটি দিনে এবং রাতে উভয় সময়েই ছবি তুলতে সক্ষম।
আরও পড়ুন: এবার ভারতেও শুরু হল হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম

ইসরো প্রধান কে শিবম আগেই হানিয়েছিলেন, চলতি বছরে মোট ১০টি মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে সংস্থার। আগামী ২০২৭ সালের মধ্যে আরও সাত হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে জানা গিয়েছে ইসরো সূত্রে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।