‘হতে পারেন বড় নেতা, কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক নয়’, শুভেন্দুকে বার্তা প্রশান্ত কিশোরের

Mysepik Webdesk: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম শুভেন্দুকে নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জানান, হতে পারে শুভেন্দু অধিকারী একজন বড় নেতা, কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক নয়। এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এই কথা জানান।
আরও পড়ুন: ১৫ জুন থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা

ওই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, লোকসভায় রাজ্যে বিজেপি ৪০ শতাংশ ভোট পেলেও বিধানসভায় বিজেপি-র পক্ষে প্রাপ্ত ভোটের হার আরও বাড়ানো মুশকিল হবে। শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, “আমি মানছি, শুভেন্দু বড় নেতা ছিলেন। রাজনীতিতে উচ্চকাঙ্খী হওয়া ভাল, কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক নয়। একেক সময় কারও মনে হতে পারে দলের সাময়িক অবস্থা খারাপ। আবার ভবিষ্যতে ভালও হতে পারে। আমরা খুব খুশি যে উনি নিজে থেকে প্রকাশ্যে ২০১৪ থেকেই তিনি বিজেপি-র সঙ্গে ছিলেন। একবার ভেবে দেখুন, দলের একজন বিশ্বস্ত প্রথমসারির নেতা যদি এরকম করেন তাহলে দিদির জায়গায় থাকলে আপনি কী করতেন?” তিনি আরও বলেন, “এবার আপনারাই বলুন, মানুষ দিদিকে বিশ্বাস করবে নাকি যিনি পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি মারল তাঁকে বিশ্বাস করবে?”