নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন জাসিন্ডা আরডার্ন

Mysepik Webdesk: ফের দ্বিতীয়বারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাসিন্ডা আরডার্ন। শুক্রবার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউজে তাঁর শপথগ্রহের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। এদিন জাসিন্ডার পাশাপাশি শপথ গ্রহণ করেছেন তাঁর নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। এর আগে জাসিন্ডা আরডার্ন জানিয়েছিলেন, এবার অবিশ্বাস্যরকম বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনী ব্যালটে স্থান পেল বাংলা ভাষা
/cdn.vox-cdn.com/uploads/chorus_asset/file/21968755/1280719971.jpg.jpg)
মারণ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্যের পেয়েছে নিউজিল্যান্ড। আর তার পরই নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন জাসিন্ডা আরডার্ন। তাঁর নতুন মন্ত্রিসভায় উপ- প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সমকামী গ্র্যান্ট রবার্টসনকে। এই প্রথমবারের মতো কোনও সমকামী ব্যক্তি নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রীর পেল। এছাড়াও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে।