Mysepik Webdesk: চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, এমন কথাও রটেছিল। যদিও জাদেজা টুইট করে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। জাদেজা টেস্ট দলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘লং ওয়ে টু গো’।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় রওনা হল টিম ইন্ডিয়া
এর আগে, অন্য একটি টুইটে জাদেজা লিখেছেন, “ভুয়ো বন্ধুরা গুজবে বিশ্বাস করে। প্রকৃত বন্ধুরা নিজের উপর বিশ্বাস করে।” এই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জাদেজা। এরপর কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি হয় কানপুর টেস্টেও চোট পেয়েছিলেন। এরপর তিনি মুম্বই টেস্ট খেলতে পারেননি।
আরও পড়ুন: চোখের জলে ফুটবলকে আলবিদা আগুয়েরোর
এই ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত টেস্ট দলে জায়গা পাননি তিনি। এর পর রটেছিল যে, জাদেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি পুরোপুরি মনোনিবেশ করবেন। রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৫৭ টেস্ট ম্যাচে ২৩২ উইকেট নিয়েছেন। এর পাশাপাশি ১৭টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও এসেছে এই খেলোয়াড়ের ব্যাট দিয়ে। ভারতের হয়ে টেস্টে জাদেজা ২১৯৫ রান করেছেন।