Mysepik Webdesk: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সমুদ্রে। অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলনের কারণে জাকার্তার ভূমি উদ্বেগজনক হারে নেমে যাচ্ছে। এক কোটিরও বেশি মানুষের আবাসস্থল এই শহরটি ক্রমশ জনাকীর্ণ ও দূষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নতুন রাজধানীর নাম ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। নতুন রাজধানীর নাম দেওয়া হচ্ছে ‘নুসান্তরা’। জাভানিজ ভাষার শব্দটির অর্থ ‘দ্বীপপুঞ্জ’।
আরও পড়ুন: করোনাভাইরাস কোনও দিন শেষ হবে না! সতর্কতা জারি করল WHO
২০১৯ সালে প্রথমের দিকে ১৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে বোর্নিও দ্বীপে একটি নতুন রাজধানী গড়ে তোলার জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, নতুন রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত ইন্দোনেশিয়ার প্রদেশ পূর্ব কালিমান্তানে। সরকার আশা করছে, এটি জাকার্তার ওপর থেকে চাপ কিছুটা হলেও কমাতে পারবে। ঘন জঙ্গল এবং বিপন্ন বন্য প্রাণী ওরাংওটাংয়ের জন্য সুপরিচিত ও খনিজসমৃদ্ধ পূর্ব কালিমান্তানে মাত্র ৩৭ লাখ লোক বাস করে।
আরও পড়ুন: আবু ধাবি ড্রোন হামলায় মৃত ২ ভারতীয়র পরিবারকে দেওয়া হবে আর্থিক সাহায্য
মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ইন্দোনেশিয়ার পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বলেন, “নতুন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। এটি জাতির পরিচয়ের প্রতীক, পাশাপাশি এটি অর্থনৈতিক কার্যক্রমের এক নতুন কেন্দ্র।” যদিও সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীদের একাংশ। বোর্নিওর আদিবাসীদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পদক্ষেপের ফলে তাদের পরিবেশ এবং সংস্কৃতি বিপন্ন হতে পারে।