অমিতের সভায় যোগদান করতে যাত্রা শুভেন্দুর, সভার প্রথম বক্তা তিনিই

Mysepik Webdesk: পাজামা-পাঞ্জাবি, নীল কোট এবং কপালে গেরুয়া রঙের টিকা পরে পঞ্জিকা মেনে পূর্বনির্ধারিত সময় ঠিক বেলা ১২.০৩ মিনিটে কাঁথির শান্তি কুঞ্জ থেকে বেরিয়ে অমিত শাহের সভার উদ্দেশ্যে যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। বাড়ি থেকে বেরনোর সময় দুই আঙুল দিয়ে ‘ভিকট্রি সাইনও’ দেখান তিনি। কালো স্করপিও গাড়ি চেপেই তিনি মেদিনীপুরের সভাস্থলের দিকে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও নীতি নেমে এখনও পর্যন্ত তিনি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করেন নি। সেক্ষেত্রে তাঁর অনুগামীরাই আরও দু’টি গাড়িতে চেপে তাঁকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে মেদিনীপুরের সভাস্থল পর্যন্ত।
আরও পড়ুন: দু’দিনের সফরে বঙ্গে অমিত শাহ, সভা করবেন মেদিনীপুরে

শুভেন্দুর বিজেপি যোগদান করার খবর স্পষ্ট হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে রাজনীতি বিশেষজ্ঞদের মনে প্রশ্ন উঠেছিল, শুভেন্দুকে আগামী দিনে ঠিক কতটা গুরুত্ব দিতে চলেছে বিজেপি। তবে এই প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে অবশেষে। জানা গিয়েছে, মেদিনীপুরে অমিত শাহের সভায় প্রথম বক্তব্য রাখতে চলেছেন শুভেন্দু অধিকারীই। অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে যায় যে বিজেপির আগামী দিনে অনেক বড় চিন্তা ভাবনা রয়েছে তাঁকে নিয়ে। পাশাপাশি, এদিন তৃণমূল থেকে যারা যারা বিজেপি-তে যোগদান করতে চলেছেন, তাঁদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারীই থাকবেন মূল মঞ্চে। শুভেন্দুর হাতে দলীয় পতাকা তুলে দেবেন অমিত শাহ। তাঁকে মঞ্চে স্বাগত জানাবেন মুকুল রায়।