পৌষালী চক্রবর্তী
বাংলাদেশের মাঘের ভোরে হলুদ বাটা জল
গায়ে মেখে, আসছে হেঁটে― লক্ষ্যে অচঞ্চল
সরস্বতী, বিদ্যেবতী। আরও না কত গুণ
পথটি লিখে কপাল গড়ার কার্যে সুনিপুণ।
পাথর ভাঙা, হাপড় ঠেলা, পাহাড় কাটা হাত
চলছে যখন সামনে দেখো বাধার পাহাড় কাত।
রানিং ট্র্যাকে, সাইন্সল্যাবে, ফাইটপ্লেনের ডানায়
মুচকি হেসে রাজহংস আয়ুধগুলো শানায়।
মিছিল এবং বিদ্রোহে আর ব্যারিকেডের আগে
অগ্নিবাহক বাক্ রূপে ওই সরস্বতী জাগে
বর্ণমালার কেন্দ্রে তিনি বঙ্গলিপির ভর
আমরা তাদের নাম দিয়েছি বরকত,জব্বর…
তোমার ভাষা আমার বুলি― ছোট্ট মেয়ের জান
পদ্ম-পলাশ-প্রিয়া মা যে সভ্যতারই প্রাণ !
মফস্বল ও দূরগাঁ থেকে আকাশ ছোঁয়ার আশা
নদীজন্ম ছেড়ে এলে কোলে লুটায় ভাষা…
কোকিল ডাকে আমের শাখে― দেবী আসেন ঘরে
প্রজ্ঞাস্বরূপ সহচরী-আগলে রাখো তারে…
প্রচ্ছদচিত্র ফোটোগ্রাফার মার্টিন হারলিম্যান, ১৯২৮।
সূত্র: columbia.edu