অ্যামাজনের সিইও পদ থেকে পদত্যাগ করতে চলেছেন জেফ বেজোস

Mysepik Webdesk: এই বছরের শেষের দিকে অ্যামাজনের সিইওর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন জেফ বেজোস। তাঁর পরিবর্তে ওই পদে বসবেন বর্তমানে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি। তবে বেজোস অবশ্য সংস্থা একেবারেই ছেড়ে দিচ্ছেন না, পরিবর্তে তিনি ম্যানেজমেন্ট বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হবেন। চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেজস নিজেই। ওই চিঠিতে তিনি জানান, সংস্থায় সিইওর ভূমিকা তিনি ছাড়তে চলেছেন।
আরও পড়ুন: অং সান সু কি-র ক্ষমতাচ্যুতি: এক অনিবার্য রাজনৈতিক সমীকরণের পরিণতি?

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যামাজন। সংস্থার প্রতিষ্ঠাতা বেজোস একটি স্টার্টআপ সংস্থা হিসেবে অ্যামাজন সংস্থাটি তৈরি করেছিলেন। বর্তমানে অ্যামাজন বিশ্বের বৃহত্তম সংস্থাগুলির মধ্যে একটি, যা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। বেজোস জানান, তিনি সিইওর পদ ছেড়ে দিলেও সংস্থার গুরুত্বপূর্ণ পদে থাকছেন। আপাতত তিনি সেবামূলক ও কল্যাণমূল কাজে নিয়েই থাকতে চান। সংস্থার আগামী সিইও অ্যান্ডি জেসির প্রতি যথেষ্ট আস্থা রাখেন বলেন দাবি করেছেন।