শেষবেলায় হঠাৎ করে জনসন অ্যান্ড জনসন বন্ধ করল করোনা ভ্যাকসিনের পরীক্ষা

Mysepik Webdesk: মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন (Johnson And Johnson) তাদের করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল আপাতত বন্ধ করে দিল। সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবী হটাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমাদের সেই ট্রায়াল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ওই স্বেচ্ছাসেবী ঠিক কী ধরণের অসুস্থ হয়ে পড়েছে, তা অবশ্য সংস্থা প্রকাশ্যে আনেনি। তবে এই মুহূর্তে সংস্থা ওই স্বেচ্ছাসেবী কেন অসুস্থ হয়ে পড়েছে, তা খতিয়ে দেখছে সংস্থা।
আরও পড়ুন: অবিবাহিত পুরুষরাই নাকি বেশি করোনায় আক্রান্ত হচ্ছে! জানাচ্ছে সমীক্ষা
৬০ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করেছিল এই মার্কিন কোম্পানি। গত মাসেই জনসন অ্যান্ড জনসন জানিয়েছিল, তাদের করোনার টিকার ট্রায়াল মাঝামাঝি স্তরে রয়েছে। এই বছরের শেষ কিংবা ২০২১ সালের প্রথম দিকে পরীক্ষার ফলাফল জানানো হবে বলে জানিয়েছিল সংস্থা। যদিও সংস্থা ওই স্বেচ্ছাসেবীর অসুস্থতার বিষয়ে বিশদে কিছু জানায়নি, তবে এই ধরণের ট্রায়ালের ক্ষেত্রে অসুস্থতার ঘটনা ঘটে স্বাভাবিক বলেই জানিয়েছে সংস্থা।