জোহরা সায়গলের ছবি ‘নিচা নগর’ মুক্তি পেয়েছিল আজকের দিনেই, ডুডলে তাঁকে সম্মান জানাল গুগল

Mysepik Webdesk: বলিউডের প্রবীণতম অভিনেত্রী জোহরা সায়গলের বিখ্যাত ছবি জোহরা সায়গলের ‘নিচা নগর’ ১৯৪৬ সালে আজকের দিনে মুক্তি পেয়েছিল। সেই কারণে অভিনেত্রীকে সম্মান জানাতে গুগল ডুডলে ভেসে উঠলো তাঁর ছবি। ২০০৭ সালে তাঁকে ‘চিনি কম’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল। এছাড়াও ‘হাম দিল দে চুকে সনম’, ‘দিল সে’, ‘সাওয়ারিয়া’ ইত্যাদি বিখ্যাত বলিউড ছবিতে কাজ করেছেন জোহরা।
আরও পড়ুন: সুশান্ত মৃত্যুতে মুম্বইয়ের কুপার হাসপাতালের পোস্ট মর্টেম রিপোর্ট নিয়ে সন্দেহ AIIMS-এর
১৯১২ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন জোহরা। ১৯৩৫ সালে উদয় শঙ্করের গ্রুপে একজন নৃত্যশিল্পী রূপে তিনি যোগদান করেন। ১৯৪৫ সালে পিথ্বীরাজ কাপুরের পৃথিবী থিয়েটার গ্রুপে একজন অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি। বহু বিখ্যাত বলিউড ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন জোহরা। অভিনয় করেছেন বহু প্রখ্যাত টেলিভিশন সিরিজেও। অভিনয় জগতে তাঁর অবদানের জন্য ১৯৯৮ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন জোহরা। এছাড়াও ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’ পুরস্কারও পেয়েছিলেন তিনি।