Latest News

Popular Posts

ইউপি সফরে জে পি নাড্ডা, জেনে নিন কর্মসূচি

ইউপি সফরে জে পি নাড্ডা, জেনে নিন কর্মসূচি

Mysepik Webdesk: বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার ইউপি সফরে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথমে তিনি আগ্রা পৌঁছবেন। এখানে বিধানসভার পদাধিকারীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করবেন তিনি। এর পর বেরেলিতে ডোর টু ডোর নির্বাচনী প্রচার হবে। দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতির খবর নেবেন এবং জয়ের মন্ত্রও দেবেন নাড্ডা বলে খবর। শুক্রবার সকালে আগ্রা পৌঁছনোর কথা জে পি নাড্ডার। রাজেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেবেন তিনি। এর পরে ফতেহাবাদ রোডে অবস্থিত একটি হোটেলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: বিপদ লুকিয়ে ICF কোচে! দ্রুত বদল ঘটিয়ে দূরপাল্লার ট্রেনগুলিতে LHB কোচ লাগানোর প্রক্রিয়া শুরু

এখানে আগ্রা, ফতেপুর সিক্রি, মথুরা, ফিরোজাবাদ অঞ্চলের ২০টি অ্যাসেম্বলির পদাধিকারীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তাঁরা প্রতিটি আসনের প্রার্থীর প্রস্তুতি পরীক্ষা করবেন বলে মনে করা হচ্ছে। এর পরে, এখানে দ্বিতীয় বৈঠকে আলিগড়, হাথরস, ইটা, মইনপুরি অঞ্চলের ২০টি বিধানসভার পদাধিকারীদের সঙ্গে এখন পর্যন্ত প্রস্তুতি এবং প্রার্থীদের অবস্থা নিয়ে আলোচনা করবেন নাড্ডা। আগ্রায় সাংগঠনিক বৈঠক শেষ করে জে পি নাড্ডা দুপুর আড়াইটায় বেরেলির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে শুরু হবে ডোর টু ডোর নির্বাচনী প্রচার। নাড্ডার আগ্রা সফরের কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরই প্রস্তুতি শুরু করেছেন দলীয় কর্মীরা।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *