আফগানিস্তানে জঙ্গি হামলায় মৃত কাবুলের ডেপুটি গভর্নর

Mysepik Webdesk: গত কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত আফগানিস্তান। কখনও রকেট হামলা, আবার কখনও আত্মঘাতী বিস্ফোরণ। দোহাতে শান্তি আলোচনার মধ্যেই ফের জঙ্গি হামলার ঘটনা আফগানিস্তানে। এবার চৌম্বুক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবউল্লাহ মোহেবির। জানা গিয়েছে, ওই সময় তিনি তাঁর বাসভবন থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। আচমকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে তাঁর গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হয়েছেন তাঁর দুই নিরাপত্তাকর্মী।
আরও পড়ুন: ভয়ংকর অগ্নিকাণ্ডের কবলে সৌদির জেড্ডা বন্দরের জাহাজ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ম্যাগনেটিক বোমা বিস্ফোরণের ফলেই মৃত্যু হয়েছে ডেপুটি গভর্নরের। আফগান সরকারের সঙ্গে তালিবানের শীর্ষ নেতৃত্বের শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই আফগানিস্তানে এই ধরনের হামলার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এই ঘটনার পেছনে তালিবানের যোগ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আফগানিস্তান সরকার। তবে এ দিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।