Mysepik Webdesk: নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য বড়োসড়ো খুশির খবর শোনাল কানারা ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হাড় বৃদ্ধি করল ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৭ থেকে ১০ বছর ফিক্সড ডিপোজিটের মেয়াদের ক্ষেত্রে এবং ২ কোটি টাকার কম গ্রাহকদের ক্ষেত্রে এই সুদ বৃদ্ধি করা হয়েছে। এই নয়া হারে সুদ কার্যকর করা হয়েছে চলতি মাসের ১৭ তারিখ থেকে। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার প্রযোজ্য। একনজরে দেখে নিন, সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার কেমন থাকছে।
আরও পড়ুন: করোনাজয়ীদের ৩ মাস অপেক্ষা করতে হবে জীবন বীমা কেনার জন্য, জারি হল নয়া নিয়ম
সাধারণ গ্রাহকদের সুদের হার:
Term Deposits | Rate of Interest (% p.a.) | Annualised Interest yield (% p.a.) |
7 থেকে 45 দিন | 2.90 | 2.93 |
46 থেকে 90 দিন | 3.90 | 3.96 |
91 থেকে 179 দিন | 3.95 | 4.01 |
180 থেকে 1 বছরের কম | 4.40 | 4.47 |
1 বছর থেকে 2 বছরের কম | 5.00 | 5.09 |
2 বছর থেকে 3 বছরের কম | 5.10 | 5.20 |
3 বছর থেকে 5 বছরের কম | 5.25 | 5.35 |
কানারা ইউনিক 1111 দিন | 5.35 | 5.46 |
5 থেকে 10 বছর | 5.25 | 5.35 |
কানারা অমৃত ’75 মাস’ | 5.40 | 5.51 |
প্রবীণ নাগরিকদের সুদের হার:
Term Deposits | Rate of Interest (% p.a.) | Annualised Interest yield (% p.a.) |
7 থেকে 45 দিন | 2.90 | 2.93 |
46 থেকে 90 দিন | 3.90 | 3.96 |
91 থেকে 179 দিন | 3.95 | 4.01 |
180 থেকে 1 বছরের কম | 4.90 | 4.99 |
1 বছর থেকে 2 বছরের কম | 5.50 | 5.61 |
2 বছর থেকে 3 বছরের কম | 5.60 | 5.72 |
3 বছর থেকে 5 বছরের কম | 5.75 | 5.88 |
কানারা ইউনিক 1111 দিন | 5.85 | 5.98 |
5 থেকে 10 বছর | 5.75 | 5.88 |
কানারা অমৃত ’75 মাস’ | 5.90 | 6.03 |