নাথুরাম গডসেকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার কঙ্গনা রানাওয়াত

Mysepik Webdesk: বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ফের একবার নতুন বিতর্কে জড়ালেন তিনি। গতকাল মহাত্মা গাঁধীর ৭৩ তম প্রয়াণ দিবসের দিনে তাঁর হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন তিনি। টুইট করে তিনি লেখেন, “প্রতিটি গল্পের তিনটি দিক থাকে, আপনার, আমার আর সত্য। জেনি ভালো গল্প বলেন, তিনি কখনোই কোনও কিছু গোপন করেন না। তাঁর কোনও বিষয়ে কোনও দায়বদ্ধতাও নেই। সেই কারণেই আমাদের পড়ার বইগুলি কোনও কাজে আসে না। সেগুলি শুধু দেখানোর জন্যই।”
আরও পড়ুন: ‘তেরো পার্বণ’ খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ দেব প্রয়াত
তাঁর ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই কিছুজন তাঁর বক্তব্যকে সর্মথন করলেও বেশিরভাগই তাঁর বক্তব্যের বিরোধিতা করেছেন। প্রসঙ্গত, গতকাল ছিল মহাত্মা গাঁধীর ৭৩-তম প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে গিয়ে গাঁধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আর ওই দিন মহাত্মা গান্ধীর হত্যাকারীকে সমর্থন করে পোস্ট করার সোশ্যাল মিডিয়ায় তাঁকে তীব্র আক্রমণ করা হয়।