গোলাপি গাউনে কার্যত গ্ল্যামার উপচে পড়ছে করিনার

Mysepik Webdesk: দাদা হচ্ছে ছোট্ট তৈমুর। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে পেজ থ্র্রির পাতা। করিনা কাপুর খানের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সইফ, করিনাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকারা। তাঁদের অনুরাগীরাও ইন্টারনেট দুনিয়ায় ভালবাসা প্রকাশ করেন।
আরও পড়ুন: “আরও একবার, তবে শেষবারের জন্য নয়”, পর্দায় ইরফান খান

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি নতুন সন্তানের আগমনের। তাঁর আগেই নিজের জন্য নির্ধারিত প্রায় সব কাজ সেরে ফেলেছেন বেবো। লাল সিং চাড্ডার শ্যুটিং থেকে ফটোশ্যুট সবকিছু প্রায় শেষ করে ফেলেছেন বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: জল্পনা উসকে নতুন অবতারে ভিডিও শেয়ার করলেন নুসরত

আর এবারে পরিবারের ক্রিসমাস পার্টিতে কখনও অফ শোল্ডার গাউন পরে, আবার কখনও সবুজ রঙের কুর্তি পরে দেখা গেল করিনাকে। ক্রিসমাসে কাপুরদের পার্টিতে করিনা যখন সুবজ রঙের ডিজাইনার পোশাক পরে হাজির হন, সেই সময় সইফ আলি খান এবং তৈমুরকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবিতে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের গোলাপী রঙের গাউন পরে হাজির হলেন বেবো। যে পোশাক পরে কার্যত গ্ল্যামার উপচে পড়তে শুরু করে অভিনেত্রীর। নিজের সোস্যাল হ্য়ান্ডেলে নতুন ছবি শেয়ার করেন করিনা।